পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Apr 17, 2025 - 14:13
 0  6
পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবী সিংপুর গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম পলাশের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে নোয়াখালী জেলা শহর মাইজদীর ইউরো শপিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন ভুক্তভোগী ব্যবসায়ী ও বিএনপি নেতা শেখ আহমদ।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গত সোমবার (১৪ এপ্রিল) তার বাড়ির আমবাগান থেকে আম চুরির অভিযোগে প্রতিবাদ করলে রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালানো হয়। এ হামলায় নেতৃত্ব দেন স্থানীয় কয়েকজন যুবক, যাদের অন্যতম সোহেল, সালাউদ্দিন ও সুমন। এই হামলার মদদদাতা হিসেবে তিনি এসআই ইব্রাহিম পলাশের নাম উল্লেখ করেন।

শেখ আহমদের অভিযোগ, এসআই পলাশ রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাধিক অপকর্মে জড়িত এবং সালাউদ্দিন তার আপন ভাই। পুলিশ পরিচয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার করছেন এবং বিরোধীদের হয়রানিতে ভূমিকা রাখছেন। হামলার ঘটনার পর উল্টো তাদের পরিবারের বিরুদ্ধেই থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “আমার দুই ছেলে—একজন ব্যবসায়ী, অন্যজন ছাত্রদলের স্থানীয় সভাপতি। আমাদের পুরো পরিবার ব্যবসার সঙ্গে জড়িত। রাজনৈতিক প্রতিহিংসা ও পুলিশি মদদে আমাদের হয়রানি করা হচ্ছে।”

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা পিবিআইয়ের এসআই ইব্রাহিম পলাশ সকল অভিযোগ অস্বীকার করে বলেন, “আপনারা স্থানীয়ভাবে যাচাই করে সত্যটা তুলে ধরুন।”

এদিকে, সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) কৃঞ্চ মোহন জানান, “আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে ডেকে থানায় বসিয়ে সমাধানের চেষ্টা করা হয়। তবে বৈঠকটি অমীমাংসিত থাকে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, এ ঘটনায় স্থানীয় রাজনীতিসহ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। তবে পুলিশ প্রশাসন জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow