প্রবাসীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ 

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
Oct 16, 2024 - 20:50
 0  3
প্রবাসীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর গ্রামের মরহুম ছামছুল হকের ছেলে আমির হোসেন কে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার অভিযোগ উঠেছে একই এলাকার জহিরুল হক জুরুর বিরুদ্ধে। মিথ্যা মামলা দিয়ে চরম হয়রানি করছে বলে অভিযোগ করে বলেন প্রবাসী আমির হোসেনের বড় ভাই ও ছামছুল হকের বড় ছেলে শাহিন। একই গ্রামের জহিরুল হক জুরু মিয়ার সাথে আমাদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। এরই ধারাবাহিকতায় আমাদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বাড়িছাড়া করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ৪ আগস্ট তারিখ উল্লেখ করে গত ২৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া দায়রা জজ আদালতে ৪ জনকে আসামি করে একটি মিথ্যা মামলা করেছে বলে দাবি আমির হোসেনের বড় ভাই শাহিনের। ওই তারিখে ধরখার ইউনিয়নে কোন প্রকার ঝগড়া বা বিস্ফোরকের মতো এমন কোন ঘটনাই ঘটেনি, যা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কাল্পনিক বলে দাবী করেন শাহিন। মামলা করে আমার পরিবার ও আমার উপরে চরম অন্যায় ও মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে আমি মনে করি, বাদী জুরু মিয়ার সাথে আমাদের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্বের মামলা মোকদ্দমা চলমান, তারই প্রতিহিংসার জেরে আমাদেরকে বিস্ফোরকের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমার ছোট ভাই ২২ বছর প্রবাসে থেকে দেশে এসেছে, সে বাড়িতে ছিলো তাকেও মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে, একাধিক মামলার আসামি জহিরুল হক জুরু। শাহিন আরো জানায় গত ৫ আগষ্ট আমার বাড়িতে হামলা করে এবং লুটতরাজ করে নগদ টাকা স্বর্ণ মালামাল সহ মোট ১০ লক্ষ টাকার মালামাল লুটতরাজ করে, এবং আমার স্ত্রী ও আমার উপরে ব্যাপক সন্ত্রাসী হামলা চালায় জুরুমিয়া গংরা। আমিও আমার পরিবার চরম আতঙ্কের মধ্য দিন কাটাচ্ছি। ব্রাহ্মণবাড়িযা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জুরু মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং পি ৪৮৬/২৪ ইং। যা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবির) কাছে তদন্তাধীন রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow