প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ, আদালতে মামলা

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন দুবাইপ্রবাসী আব্দুল আহাদ মিয়া, যার দাবি—তার পৈত্রিক ও ক্রয়কৃত মোট ১৩.৯২ শতাংশ জমি দখল করে মিথ্যা মালিকানা দাবি করছেন তারই আপন বড় ভাই এবং স্কুলের এক সাবেক প্রধান শিক্ষক।
জানা গেছে, উপজেলার পূর্ব ভাটদী বাজার সংলগ্ন ৯৫নং পূর্ব ভাটদী মৌজার আর.এস ১৯৬, এস.এ ২৭১ এবং বি.এস ১০৫নং খতিয়ানে থাকা জমির মূল মালিক ছিলেন শতদল বাসিনী কুন্ডু। তার কাছ থেকে আহাদ মিয়ার বাবা কোবাত হোসেন মিয়া ১৯৮১ সালের ২৪ নভেম্বর ৫৮৮০ নম্বর সাব-কবলা দলিলমূলে ৫৮ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে মৃত্যুর পর তার তিন পুত্র ও চার কন্যা ওয়ারিশ হিসেবে জমির মালিকানা লাভ করেন।
ওয়ারিশদের মধ্যে আব্দুল আহাদ মিয়ার নামে ১১.৬০ শতাংশ জমি ওয়ারিশসূত্রে এবং ২.৩২ শতাংশ জমি তিনি স্বতন্ত্রভাবে ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। অভিযোগ অনুযায়ী, আহাদ মিয়া বিদেশে অবস্থানকালে তার বড় ভাইসহ অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজশে ওই জমি দখল করে নেয়।
প্রবাস থেকে ফিরে ২০২৫ সালের ১৪ মার্চ সকাল ১০টার দিকে তিনি স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে দখল পুনঃপ্রাপ্তির চেষ্টা করেন। কিন্তু অভিযুক্তরা জমিটি নিজেদের বলে দাবি করেন এবং জমি ছাড়তে অস্বীকৃতি জানান।
এ ঘটনায় বোয়ালমারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩’-এর ৪(১)(ক), ৭, ৮ ও ১৬ ধারা অনুযায়ী একটি ফৌজদারি মামলা (সি.আর নং-১৬৬/২৫) দায়ের করা হয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে আবুল কালাম আজাদসহ কয়েকজনকে।
মামলার তদন্তভার পেয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। তিনি ১০ মার্চ তদন্ত করেন এবং মামলার ফাইলিং হয় ২৯ মার্চ ও পরবর্তী শুনানির জন্য ২ জুন তারিখ নির্ধারণ করা হয়।
এ বিষয়ে আব্দুল আহাদ মিয়া জানান, “আসামিরা আমার অংশসহ আমার বোনদের অংশও বিনা বণ্টননামায় অন্যদের কাছে বিক্রি করেছেন। আমরা আমাদের জমি ফেরত চাই। আশা করছি, আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাব।”
What's Your Reaction?






