প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৪ তম শুভ আবির্ভাব উৎসবে শ্রীধাম শ্রী অঙ্গনে ‌ভক্তবৃন্দের ঢল 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
May 19, 2024 - 20:52
 0  2
প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৪ তম শুভ আবির্ভাব উৎসবে শ্রীধাম শ্রী অঙ্গনে ‌ভক্তবৃন্দের ঢল 

ফরিদপুরের গোয়ালচামটে শুরু হয়েছে ‌প্রভু জগৎবন্ধু সুন্দরের ‌ ১৫৪ তম শুভ আবির্ভাব তিথি। এ উপলক্ষে শুরু হয়েছে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। আর উৎসবকে কেন্দ্র করে প্রতিদিন অসংখ্য ভক্তবৃন্দের ‌ আগমন ঘটছে। 
সরেজমিন পরিদর্শন কালে দেখা গেছে, শ্রীধাম শ্রী অঙ্গনে ‌ সকাল থেকেই মধ্যরাত পর্যন্ত ‌ভক্তবৃন্দ এসে ভিড় করছেন ‌।
শুধু ফরিদপুর নয় ‌পার্শ্ববর্তী জেলা থেকেও অসংখ্য ভক্তবৃন্দ উৎসবে সমবেত হয়েছেন।
এদিকে ভক্তবৃন্দের সেবায় বেশ কয়েকটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করছেন। তারা ‌ বিনামূল্যে মিষ্টান্ন বিতরণ , পানীয় জল বিতরণ,শরবত বিতরণের মতো কর্মসূচি হাতে নিয়েছেন। এদিকে উৎসব চলাকালে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ইতোমধ্যে পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। উৎসব চলাকালে ‌ এ বাহিনীর সদস্যরাও তাদের দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে জানা গেছে ‌ফরিদপুরের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীধাম শ্রী অঙ্গনে প্রতিবছরই প্রভু জগৎবন্ধু সুন্দরের শুভ আবির্ভাব তিথি উৎসব পালন করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তা ছাড়া ‌উৎসব চলাকালে পুরো এলাকাতেই আনন্দ মুখর পরিবেশ সৃষ্টি হয়। এবার ও তার ধারাবাহিকতা ‌ অব্যাহত রয়েছে। 
এখানে উৎসব চলাকালে হাজার হাজার ভক্তবৃন্দের জন্য ‌ প্রসাদ পরিবেশন করা হয়ে থাকে। এবারও ‌ বিভিন্ন ব্যক্তি ও  শতাধিক প্রতিষ্ঠান উৎসবে ভক্তদের প্রসাদ পরিবেশন করছে।
আগামী ২৩ মে বৃহস্পতিবার ‌এই উৎসবের সমাপ্ত হবে বলে ‌ জানা গেছে। এদিকে উৎসবকে কেন্দ্র করে শহরের মহিম  স্কুলের মাঠে একটি মেলার ও আয়োজন করা হয়েছে। উক্ত মেলাতে বিভিন্ন রকম পণ্য বিক্রি করতে দেখা গেছে। তাছাড়া শিশু-কিশোরদের জন্য বিভিন্ন রকম ‌খেলার ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। ‌ সবকিছু মিলে এবারের উৎসবটি ‌এখন পর্যন্ত বেশ ভালোভাবে এগিয়ে চলছে ‌এবং তা ভালোভাবে শেষ হবে বলে ‌ এখানকার কর্মকর্তারা জানান।
‌ ‌‌

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow