প্রসাদপুরে ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন ও যজ্ঞ সম্পন্ন

রাজশাহীর বাগমারা উপজেলার প্রসাদপুরে ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন ও যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। “শ্রী শ্রী রাধা-গোবিন্দ জয়তু” স্লোগানে শান্তি, মানবতা ও দেশ মাতৃকার কল্যাণ কামনায় অনুষ্ঠিত এই ধর্মীয় আয়োজনে দূরদূরান্ত থেকে বিপুলসংখ্যক ভক্ত অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি আয়োজিত হয় প্রসাদপুর শিব মন্দির প্রাঙ্গণে, নদীর পূর্ব পাড়ে মনোরম পরিবেশে। আয়োজকরা জানান, ভক্তদের জন্য খাওয়া-দাওয়ার সুব্যবস্থা ছিল, পাশাপাশি ছোট ছোট দোকানপাট বসায় আশপাশের এলাকা যেন মেলার রূপ নেয়। উৎসবমুখর পরিবেশে ধর্মীয় এই অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয় আয়োজকরা জানান, সরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এলাকাবাসীর সহযোগিতা ও নিজেদের অর্থায়নে এবারের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তারা।
একজন ভক্তের ভাষায়, "যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে—এই বিশ্বাসই গীতার সারাংশ।"
What's Your Reaction?






