প্রাইম এশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে রাজেন্দ্র কলেজ ছাত্রদলের বিক্ষোভ

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজেন্দ্র কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কলেজ ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা ও মহানগরের ছাত্রদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ-সভাপতি আরেফিন কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক রশিদ, ফরিদপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান জোবায়ের, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরুখ নিলয় ফয়সাল ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোহান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, “জাহিদুল ইসলাম পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত না হলে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।”
তারা আরও বলেন, “ছাত্রদল দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় রয়েছে। ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে রাজপথে থাকবে। হত্যাকারীদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি জানাচ্ছি।”
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
What's Your Reaction?






