প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফরিদপুর সদর উপজেলা দল চ্যাম্পিয়ন
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফরিদপুর সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শহরের গোয়ালচামট মহিম ইনস্টিটিউশন মাঠে জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে শিশু কিশোরদের শারীরিক মানসিক ও নান্দনিক বিকাশের জন্য জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বালিকা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বালিকা দলের মধ্যকার ফাইনাল খেলায় চরভদ্রাসন উপজেলা দলকে ২-০ গোলে পরাজিত করে ফরিদপুর সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়। চরভদ্রাসন উপজেলার চরঅযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফরিদপুর সদরের তুলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে খেলায় তুলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুনিয়া ও ফাতেমা গোল দুটি করে।
অপরদিকে বালক দলের ফরিদপুর সদর উপজেলা বনাম বোয়ালমারী উপজেলার মধ্যকার খেলায় ২-০ গোলে বোয়ালমারী উপজেলা দলকে পরাজিত করে ফরিদপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়।
বোয়ালমারী উপজেলার পক্ষে শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফরিদপুর সদর উপজেলার পক্ষে এম এ আজিজ সরকারী প্রাথমিক বিদ্যালয় মধ্যকার খেলায় এমএ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাফি ও সোহাগ গোল দুটি করে।
খেলা শেষে বিজয়ী দলের মধ্যে ট্রফি বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইয়াছীন কবির।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল, বোয়ালমারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু আহাদ মিয়া, ফরিদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক খেলাগুলো উপভোগ করে
What's Your Reaction?