প্রায় ৬০০ জন রোগীকে সেবা প্রদান, ছানি অপারেশন হবে বিনামূল্যে

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Apr 9, 2025 - 19:58
 0  11
প্রায় ৬০০ জন রোগীকে সেবা প্রদান, ছানি অপারেশন হবে বিনামূল্যে

ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউশনে আয়োজিত এক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে উপচে পড়া ভিড় দেখা গেছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ ক্যাম্পে নারী-পুরুষ মিলে প্রায় ৫০০ থেকে ৬০০ রোগী চোখের চিকিৎসা নিতে আসেন।

"আমিরাবাদ সবুজ সংঘ" নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব স্থপতি মুজাহিদ বেগ-এর সার্বিক সহযোগিতায় এ চক্ষু ক্যাম্পের আয়োজন করে।

ক্যাম্পে প্রাথমিকভাবে চক্ষু পরীক্ষা শেষে যেসব রোগীর ছানি অপারেশন প্রয়োজন, তাদের আগামী ২৩ ও ২৪ এপ্রিল ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত ‘আনোয়ারা হামিদা আই হসপিটাল’-এ উন্নত মানের যন্ত্রপাতির মাধ্যমে চক্ষু বিশেষজ্ঞ ডা. মোঃ মহসিন বেগ পরীক্ষা করবেন এবং প্রয়োজনীয় অপারেশন সম্পন্ন করবেন। এসব অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

স্থপতি মুজাহিদ বেগ বলেন, “চোখে ছানি পড়েছে এমন সব রোগীদের আমরা বিনামূল্যে অপারেশন করিয়ে দেব। যাদের কেবলমাত্র চশমার প্রয়োজন, তাদের চশমা সরবরাহ করা হবে। এছাড়া প্রয়োজনীয় ওষুধও দেওয়া হবে।”

চিকিৎসা নিতে আসা অনেকে বলেন, দীর্ঘদিন ধরে চোখে ছানি পড়ার ফলে তারা কার্যত অন্ধত্বের শিকার। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেননি। একজন উপকারভোগী বলেন, “এই সেবা পেয়ে খুবই খুশি। সৃষ্টিকর্তার রহমতে এবং আয়োজকদের দয়ায় হয়তো আবার দৃষ্টিশক্তি ফিরে পাবো।”

স্থানীয়ভাবে এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে আগ্রহী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow