প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শফিউজ্জামান স্মৃতি সংঘের বড় ব্যবধানে জয়লাভ

ফরিদপুর জেলা প্রতিনিধি:
May 17, 2024 - 20:05
 0  5
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শফিউজ্জামান স্মৃতি সংঘের বড় ব্যবধানে জয়লাভ

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শফিউজ্জামান স্মৃতি সংঘ বড় ব্যবধানে জয়লাভ করেছে। শুক্রবার শহরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ১১২ রানের ব্যবধানে ‌প্রতিপক্ষ ভাংগা ইয়াং টাইগার্স ক্লাবকে পরাজিত করে। 

 এদিকে  প্রতিযোগিতায় আজকের খেলায়  উভয় দলের ‌ একজন করে খেলোয়াড় ‌এদিন চলতি লিগে প্রথম সেঞ্চুরির  ‌ দেখা পেয়েছেন। এরা হচ্ছেন শফিউজ্জামান ‌স্মৃতি সংঘের ব্যাটসম্যান ‌রাফসান করেছেন ১৫২ রান ও ‌ভাঙ্গা ইয়ং টাইগার্সের ব্যাটসম্যান ‌বাশার। তিনি করেছেন ১০০ রান।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে শফিউজ্জামান ‌স্মৃতি সংঘ ৩৪০ রান সংগ্রহ করেন। যা এখন পর্যন্ত ‌ চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ। 
জবাব দিতে নেমে ‌ ভাংগা ইয়াং টাইগার্স ‌ ২২৮ রান সংগ্রহ করে।

 ‌

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow