প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেখ রাসেল ক্রীড়া চক্র ফাইনালে
ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ফাইনাল উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে তারা ফেভারিট আলহাজ্ব করিম মিয়া স্মৃতি সংঘ কে ৮ উইকেটে পরাজিত করে। প্রতিযোগিতায় আলহাজ্ব করিম মিয়া স্মৃতি সংঘ লিগের সবকটা জয়লাভ করে সেমিফাইনাল উন্নিত হয়।
অন্যদিকে শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রতিযোগিতায় একটি খেলায় চর কমলাপুর ক্রীড়া সংঘ সি কে এস র কাছে পরাজয় বরণ করে।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে আলহাজ্ব করিম মিয়া স্মৃতি সংঘ মাত্র ৯২ রান সংগ্রহ করে। মূলত শেখ রাসেল ক্রীড়া চক্রের দুই বোলার রনি এবং পারভেজ দুজনে ৪ টি করে উইকেটে নিয়ে ব্যাটিং লাইনে ধস নামান। দলের পক্ষে নিলয় সর্বোচ্চ ২২ রান করে।
জবাব দিতে নেমে শেখ রাসেল ক্রীড়া চক্র ২ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে । দলের পক্ষে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় নাঈম শেখ ২ রান করে আউট হয়ে গেলে ও দলের অন্য ব্যাটসম্যান সাব্বির ৩২, ইমন ২৭, এবং আরাফাত ১৮ রান করে। আলহাজ্ব করিম মিয়া স্মৃতি সংঘের পক্ষে মঞ্জুর ২ উইকেট লাভ করে।
প্রতিযোগিতার দ্বিতীয় সেমি ফাইনালে শুক্রবার
চর কমলাপুর ক্রিড়া সংস্থা সি কে এস খেলবে শফিউজ্জামান স্মৃতি সংঘের বিপক্ষে। সকাল ৯ টায় শেখ জামাল স্টেডিয়ামে এই ম্যাচটা ৫০ ওভারে অনুষ্ঠিত হবে।
What's Your Reaction?