প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
Mar 9, 2025 - 12:45
 0  10
প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার

সাভারে প্রেমের ফাঁদে ফেলে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ধারণের পর তা ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে ২৫ বছর বয়সী আয়াতুস সিয়াম নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত (৯ মার্চ) রাতে সাভার পৌরসভার বিনোদবাইদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে, যখন আয়াতুস সিয়াম সাভার সরকারি কলেজের বার্ষিক পিঠা উৎসবে ওই কলেজ ছাত্রীকে প্রথম পরিচয় করিয়ে দেয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং সিয়াম তাকে মোবাইলের মাধ্যমে নিয়মিত কথা বলত। একসময় সিয়াম তার বন্ধু সাফারের সহযোগিতায় ওই ছাত্রীকে তার বন্ধু হোসেন সাঈদীর বাসায় ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং ওই ঘটনার ভিডিও গোপনে ধারণ করে।

সিয়াম ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে আসছিল। ২০২৪ সালের ৯ আগস্ট, সিয়াম আবারও ওই ছাত্রীকে তার বাসায় ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এরপর, ছাত্রীটি সিয়ামের অভিভাবকদের বিষয়টি জানিয়ে দ্রুত বিয়ে করার অনুরোধ জানায়। তবে সিয়ামের পরিবার তাকে সময় পাড় করে বিয়ের ব্যাপারে আলোচনা করতে থাকে এবং পরে সিয়াম ওই ছাত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

ধর্ষণের ঘটনায় সিয়াম ওই ছাত্রীর কাছে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে চুপ থাকতে হুমকি দেয়। পরবর্তীতে ওই ছাত্রীর মা সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই ছাত্রকে গ্রেফতার করে এবং তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করে ফরেনসিক ল্যাবে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, “ধর্ষণের অভিযোগে আয়াতুস সিয়ামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে, ধর্ষিতা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

অভিযুক্ত আয়াতুস সিয়ামকে আদালতে প্রেরণ করা হবে এবং তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow