প্রেসক্লাবে উপস্থিত হয়ে উপজেলা নির্বাচনে প্রার্থিতা ঘোষণা দিলেন মাওলানা মো: সোহরাব হোসেন
প্রেসক্লাবে উপস্থিত হয়ে উপজেলা নির্বাচনে প্রার্থিতা ঘোষণা দিলেন মাওলানা মো: সোহরাব হোসেন।
সোহরাব হোসেন ফরিদপুরের নগরকান্দা উপজেলাধীন তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক।
শনিবার তিনি নগরকান্দা প্রেসক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করেন।
ইফতার পূর্বক সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি -"আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দেন।
এ সময় তিনি সাংবাদিকদের জানান-গত ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মাত্র কয়েকটি ভোটে ওই নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এবারও নির্বাচন করবেন বলে ঘোষণা দেন।
নির্বাচনে সাংবাদিকদের একটি বলিষ্ঠ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা দাবি করেন। নির্বাচন সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানান।
নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মনোহরপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ এনায়েত হোসেন, সাবেক অধ্যাপক কাজী আফতাব উদ্দিন, প্রবীণ সাংবাদিক শামসুলহুদা হুদু, সিনিয়র সাংবাদিক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, এডভোকেট সরোয়ার হোসেনসহ নগরকান্দা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
What's Your Reaction?