ফরিদপুর উন্নয়ন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
May 31, 2024 - 12:18
 0  7
ফরিদপুর উন্নয়ন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও অনুষ্ঠিত 

বৃহত্তর ফরিদপুরের নাগরিক দুর্ভোগ অবসানে ফরিদপুরে ভারতীয় ভিসা কেন্দ্রের দাবিতে এক মানববন্ধন শুক্রবার সকাল দশটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর সহ পাঁচটি জেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসা পরিষদ স্বাচিপ এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর এম এ জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ফরিদপুরের বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, সংস্কৃতি কর্মী অশোক কুমার সিংহ রায়, অধ্যক্ষ মোসায়েব হোসেন ঢালী,সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ শিলা রানী মন্ডল, নাগরিক মঞ্চের আহ্বায়ক আওলাদ হোসেন বাবর,আবরার নাঈম ইতু প্রমুখ 

 সভায় বক্তারা বলেন অবিলম্বে নাগরিক দুর্ভোগ অবসানে ফরিদপুরে ভারতীয় ‌ভিসা কেন্দ্র জরুরী প্রয়োজন হয়ে পড়েছে। কেননা এখানে ভারতীয় ভিসা কেন্দ্র ‌চালু হলে শুধু ফরিদপুর নয় আশেপাশের জেলার মানুষ এখান থেকে সুবিধা হবে। বর্তমানে একটা ভিসা করতে গেলে কমপক্ষে তিন থেকে পাঁচ দিন সময় লেগে যায়। এতে জনগণের দুর্ভোগ বাড়ে। এবং ‌ আর্থিক সমস্যা সহ সময় অপচয় হয়। এর থেকে অবসানে ‌ ফরিদপুরে একটি ভারতীয় ভিসা সেন্টারের দাবি জানান ‌ নেতৃবৃন্দ। অন্যথায় আগামী দিনে ভারতীয় ভিসা কেন্দ্রের দাবিতে আরো দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে মানববন্ধনে জানানো হয়

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow