ফরিদপুর গ্রাম আদালতের কার্যক্রম পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Feb 4, 2025 - 23:33
 0  3
ফরিদপুর গ্রাম আদালতের কার্যক্রম পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত 

ফরিদপুরে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে।

এরমধ্যে সকাল ১১ টায ১ম পর্ব ও বিকাল ৩টায় 
২য় পর্ব ফরিদপুর জেলা প্রশাসক হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের এডিএলজি হাবিবুল্লাহ। সভায় অর্ধ বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন জেলা পর্যায় গ্রাম আদালত সক্রিয়করুণ প্রকল্পের জেলা ম্যানেজার  মোঃ শরিফুল ইসলাম। 
ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত দুই পর্বের পর্যালোচনা সভায়  জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগন,
ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন সচিবগন উপস্থিত ছিলেন। 
সমন্বয় সভায় গ্রাম আদালত পরিচলনার বিভিন্ন আইন ও বিধি পর্যালোচনা এবং সংকট বিষয়ে নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয় গত এক বছরে জেলা গ্রাম আদালতে ১৫৩১ অভিযোগ গ্রহন করা হয়েছে, এর মধ্যে নিষ্পত্তি করা হয়েছে ১৫৩১ টি,সম্প্রসারন
১১১৩,চলমান রয়েছে ১৩১ টি আর ক্ষতিপূরণ আদায় করা হয়েছে ১ কোটি ৮২ লক্ষ ৮৫ হাজার টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow