ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ  শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Mar 17, 2024 - 21:29
 0  9
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ  শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‌১০৪ তম জন্মদিন এবং জাতীয় শিশু  দিবস উপলক্ষে ‌ফরিদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক ‌ আলোচনা সভা রবিবার বিকেল চারটায় ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাভলু সড়কের অবস্থিত ‌দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‌সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ,  কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ‌ গোলাম মোহাম্মদ নাছির, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাপ্পি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ‌ জহিরুল ইসলাম জনি, যুব মহিলা লীগের আহবায়ক রুকসানা আহমেদ মেহেবী। অনুষ্ঠান পরিচালনা করেন ‌জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ‌ নিয়াজ জামান সজীব।অনুষ্ঠানে ‌ সংরক্ষিত মহিলা আসনের ‌ সংসদ সদস্য ‌মিসেস ঝরনা হাসান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‌জন্ম না হলে ‌এদেশ কোনদিনও ‌স্বাধীন হতো না। ‌বঙ্গবন্ধু দুঃখী মানুষ এর কথা ভাবতেন। তারা যাতে ভালো থাকতে পারে সে চেষ্টাই করতেন।‌

তিনি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।


বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন ‌তাদের নিয়ে স্বপ্ন দেখতেন ‌।
এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর কাজগুলো পূরণ করার জন্য দিনরাত কাজ করছেন।
তার  নেতৃত্বে বাংলাদেশ ‌উন্নয়নের মডেল নির্বাচিত হয়েছে ‌ বিশ্বের মানচিত্রে। বাংলাদেশ ‌মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর ‌ তার ইতিহাসকে বিকৃতি করা হয়েছে। আজ শেখ হাসিনার নেতৃত্বে ‌ সঠিক ইতিহাস তুলে ধরা হয়েছে এবং শিশুরা সঠিক ইতিহাস  জানতে পারছে। ‌ তিনি বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানের সভাপতির ভাষণে জেলা আওয়ামীলীগের সভাপতি ‌ শামীম হক বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। স্বাধীনতা বিরোধীরা ‌এখনো বিভিন্ন ‌কুট কৌশলে ব্যস্ত রয়েছে ‌।‌
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগ মাসব্যাপী ইফতার কর্মসূচি ‌কার্যক্রমের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে দোয়া মাহফিল পরিচালনা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ‌শাহ মুহাম্মদ শহীদুল্লাহ। এ সময় ‌ উপস্থিত ছিলেন  ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ‌ সাবেক সংসদ সদস্য ‌ সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, সহ-সভাপতি ‌ শহিদুল আলম হেলাল, সহ-সভাপতি ‌ মাসুদুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল ফয়েজ, দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ পিয়ার সহ ‌ ‌জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow