ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার আগস্টের প্রথম দিনে কালো ব্যাচ ধারণ, শোক রেলি ও পরে শোক সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এর সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১১ টায় কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালিত হয়। সভাপতিকে কালো ব্যাচ পরিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। এ সময় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ঝর্ণা হাসান সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর একটি শোক রেলি শহর প্রদক্ষিণ করে, এটি ফরিদপুর জেলা আওয়ামী লীগ অফিস থেকে শুরু করে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর শোক সভা অনুষ্ঠিত হয়্।
এতে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান, বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ ও দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার। সভায় বক্তারা দেশের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে বলেন। বিএনপি জামাত চক্র নাশকতা করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে।
তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে বিএনপি জামাত চক্র দেশের কিছুই করতে পারবে না। বক্তারা বলেন এই আগস্ট মাসেই বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল।
তবে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা শেখ রেহেনা বিদেশে থাকায় তারা প্রাণে বেঁচে যায়।
বক্তারা বলেন ষড়যন্ত্রকারীরা এখনো দেশের মধ্যে ঘাপটি মেরে আছে। তারা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের মাঠে নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। স্বাধীনতা স্বপক্ষে শক্তিকে নির্মূল করার জন্য বিএনপি জামাত আজ উঠে পড়ে লেগেছে। আর এর প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানার জন্য নতুন প্রজন্মের নিকট আহ্বান জানান, এছাড়া বক্তারা প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী ওয়ার্ড কমিটি করার কথা তুলে ধরেন।
What's Your Reaction?