ফরিদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে স্বল্প আয়ের মানুষের জন্য ৫ শত টাকা কেজিতে গরুর মাংস বিক্রয় শুরু
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে অল্প আয়ের মানুষের জন্য ৫০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।
রবিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এক সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন- সাধারণ মানুষ যাতে পাঁচশত টাকায় গরুর মাংস কিনতে পারেন সেজন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ডাক্তার কে এম নাহিদুল হক সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে রমজান মাস উপলক্ষে এ কার্যক্রম অবাহত থাকবে।
এদিকে জেলা আওয়ামী লীগের এই ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রথম দিন অসংখ্য ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে। তারা মাত্র ৫০০ টাকায় মাংস কিনতে পেরে অনেকেই এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।
What's Your Reaction?