ফরিদপুর জেলা খেলাঘরের উদ্যোগে ‌তপন বোস ‌স্মৃতি পদক ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Nov 23, 2024 - 21:58
 0  4
ফরিদপুর জেলা খেলাঘরের উদ্যোগে ‌তপন বোস ‌স্মৃতি পদক ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা খেলাঘরের উদ্যোগে ‌তপন বোস স্মৃতি পদক ও গুণীজন সম্মাননা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা ‌ শিল্পকলা একাডেমী ‌ মিলনায়তনে এ  উপলক্ষে আলোচনা সভায় খেলাঘর ফরিদপুর জেলা শাখার ‌ সভাপতি ‌আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আক্তারী জাহান ববির সঞ্চালনায় ‌আলোচনা সভায় ‌ প্রধান অতিথি ছিলেন ‌বীর মুক্তিযোদ্ধা ‌‌ও বিশিষ্ট সাংবাদিক ‌ আবু সাঈদ খান। সম্মানিত অতিথি ছিলেন ‌তপন বাগচি পরিচালক বাংলা একাডেমি ঢাকা, নাজমুল আহসান অপু ‌ সভাপতি মণ্ডলীর সভাপতি খেলাঘর কেন্দ্রীয় কমিটি, এডভোকেট এস এম কবিরুল ইসলাম প্রথম সাধারণ সম্পাদক খেলাঘর ফরিদপুর জেলা কমিটি। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খেলাঘর ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি উত্তম দত্ত ও‌ সদস্য অশোক কুমার সিংহ রায়।
বক্তারা তপন বোসের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ‌। একই সাথে ‌খেলাঘরের দীর্ঘদিনের কার্যক্রম তুলে ধরে আলোচনা করেন। 
অনুষ্ঠানের‌ পরবর্তী পর্বে তপন বোস স্মৃতি পদক ও গুণীজন ‌ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন 
সংগীতে সেলিম মজুমদার, পান্নাআহমেদ,
কাজী আমিরুল ইসলাম রুমি বীর মুক্তিযোদ্ধা নাট্য ব্যক্তিত্ব ও  সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক শিকদার।
নাট্য ব্যক্তিত্ব সংগীত পরিচালক ‌খাইরুল ইসলাম নিলু।
সঙ্গীতে অমল‌ ঘোষ (মরণোত্তর) সাহিত্য 
কবি পাশা খন্দকার মোঃ আলাউদ্দিন ‌, সাবেক জেলা কালচারাল অফিসার,মোঃ রেজাউল হক ‌সমাজসেবক ও সঙ্গীতজ্ঞ ‌,বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক, 
কবি আব্দুল লতিফ ভূঁইয়া ‌,(মরণোত্তর) মমতাজ আখতারী  সমাজসেবক ‌, বিষ্ণপদ ঘোষাল ‌‌শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার ঢাকা বিভাগ, মনিরুল ইসলাম শ্রেষ্ঠ শিক্ষক ‌, ঢাকা বিভাগ ও
এম এ রশিদ।
অনুষ্ঠানে ‌গুণীজন  সংবর্ধনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন ‌নন্দিতা ঘোষ ও  পান্না আহমেদ।
অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 
 উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই অনুষ্ঠান উপভোগ করে। এর আগে জাতীয় সংগীত পরিবেশনা এবং জুলাই‌য়ের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট ‌নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow