ফরিদপুর জেলা ‌ট্রাক ড্রাইভারস ইউনিয়নের ‌উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 6, 2024 - 12:39
 0  10
ফরিদপুর জেলা ‌ট্রাক ড্রাইভারস ইউনিয়নের ‌উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা ‌ট্রাক ড্রাইভারস ইউনিয়নের ‌উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ‌সকাল দশটায় ‌এ উপলক্ষে ‌ফরিদপুর সিএন্ডবি ঘাট হতে একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। 
মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে পৌঁছে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কাজী আব্দুল গফুরের সভাপতিত্বে মানববন্ধনে  বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ‌এস এম নাদিম, মোঃ রোকন শেখ, সহ-সাধারণ সম্পাদক মোঃ শেখ রাজু কার্যকরী সদস্য মোঃ আবুল কালাম আজাদ,ট্রাকচালক  দুলাল মন্ডল,মোহাম্মদ নুর ইসলাম  
সেলিম মোল্লা,রমজান মৃধা মোহাম্মদ ‌কুদ্দুস, মোঃ ছাত্তার শেখ,
মালিক পক্ষ থেকে মিন্টু হাজরা প্রমূখ।  সভায় বক্তারা বলেন ফরিদপুরে কোন নির্ধারিত ট্রাক স্ট্যান্ড না থাকায় আমাদের মারাত্মক ‌সমস্যার সম্মুখীন হতে হয়। মাঝেমধ্যে রাস্তার মাঝখানে ট্রাক  বন্ধ করে মালামাল আনলোড করার সময় রাস্তায়  যানজট সৃষ্টি হয়। 
বক্তারা আক্ষেপ করে বলেন, সারা বাংলাদেশে ট্রাক স্ট্যান্ডের ‌ ব্যবস্থা থাকলেও ফরিদপুর জেলায় তার কোন ব্যবস্থা নাই। তারা বলেন শহরে ট্রাক  চলাচলের জন্য একটা একটা স্থায়ী বাইপাস রাস্তার  ব্যবস্থা করলে ট্রাকগুলো ‌মেইন সড়কে প্রবেশ করবে না এর ফলে ‌শহরের যানজট থাকবেনা। বক্তারা অবিলম্বে স্থায়ী ট্রাক স্ট্যান্ডার দাবি করেন। তারা ‌ উক্ত দাবি মানা না হলে আগামীতে ‌আরো ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে বলে ‌মানববন্ধনে জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow