ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে  খাবার পানি, স্যালাইন এবং গামছা বিতরণ অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Apr 30, 2024 - 15:43
 0  12
ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে  খাবার পানি, স্যালাইন এবং গামছা বিতরণ অনুষ্ঠিত 

দেশ জুড়ে চলছে প্রচন্ড দাবদাহ। একটু স্বস্থির আশ্বাসে মানুষ হাঁসফাঁস করছেন। প্রচন্ড রোদ অথচ বৃষ্টি দেখা নেই । আর তখনই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ফরিদপুর জেলা পুলিশের সদস্য বৃন্দ। মঙ্গলবার সকালে শহরের জনতা ব্যাংকের মোড়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে খাবার পানি স্যালাইন ও গামছা বিতরণ করে তারা। 
এর উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসাইন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ হাসপাতালে ডাক্তার সৈয়দ হাসানুল কবির ও মৌমিতা দাস। 
অনুষ্ঠানে পুলিশ সুপার নিজ হাতে রিকশাচালক, ভ্যান চালক, অটো ড্রাইভার সহ সাধারণ প্রান্তিক মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন ও গামছা বিতরণ করেন। এ সময় ২ হাজার বোতল খাবার পানি ‌ ২ হাজার পিচ স্যালাইন এবং ৩ শো টি গামছা বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow