ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত কামরুল রাশেদ- আনিস পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

ফরিদপুর জেলা প্রতিনিধি:
May 23, 2024 - 11:21
 0  9
ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত কামরুল রাশেদ- আনিস পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন  (২০২৪-২০২৬) বুধবার ফরিদপুর সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। এতে কামরুল ‌রাশেদ-আনিস পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। সকাল ৯ টা থেকে বিকাল ৩ পর্যন্ত এ নির্বাচন বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়। 

নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা হয়। নির্বাচনে ২১ টি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
 এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন 
 ফরিদপুর জেলা চেম্বার অফ কমার্স এর সদস্য সচিব দেলোয়ার হোসেন, সহকারি নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অধ্যাপক তারেক আইয়ুব খান এবং সহকারি  প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শেখ মনির হোসেন। এতে ১৯৫ জন ভোটারের মধ্যে ১৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১০টি ভোট বাতিল হয়। নির্বাচনে কামরুল রাশেদ আনিস পরিষদ ২১ টি পদের মধ্যে ২১ টি পদেই ‌পদে জয়লাভ করে। নির্বাচনে অপর প্যানেলে ৮ প্রার্থী অংশগ্রহণ করে। নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন মোহাম্মদ কামরুজ্জামান সিদ্দিকী কামরুল, আনিসুর রহমান, খন্দকার আব্দুর রাশেদ, বিজন কুমার সাহা, মোহাম্মদ জিল্লুর রহমান, আলমগীর হোসেন, আসাদুর রহমান খান রতন, মোঃ ফারুক ভূঁইয়া, কাজী সাইফুর রহমান, জয়নাল আবেদীন, সোহেল মোহাম্মদ ‌, সালেহউদ্দিন মিয়া স্বপন, মোহাম্মদ আলী ফকির, ডাক্তার প্রকাশ স্বরূপ রায় অপু, দিলীপ কুমার সরকার, মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন, খান মোহাম্মদ আবু দাউদ রিজু, মোহাম্মদ রাজিবুর রহমান সুজন ,মানিক চৌধুরী মিঠু ও সৌরভ দাস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow