ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Feb 21, 2025 - 02:07
 0  3
ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে ‌ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ‌। বৃহস্পতিবার ‌ বিকেলে শহরের থানা রোডে অবস্থিত ‌ব্যাংক এশিয়ার সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদী দোসরদের গ্রেফতারের দাবিতে ‌ উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 
ফরিদপুর জেলা বিএনপির ‌ আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আলি ইসা সভাপতিত্বে এবং জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‌ উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড.
আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা  পরিষদের সদস্য ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব  জহুরুল হক (শাহজাদা মিয়া), জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু, জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক,
জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ‌ ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম  সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ,‌ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ‌ ফজলুল হক টুলু, এডভোকেট আলী আশরাফ নান্নু, দেলোয়ার হোসেন দিলা, আতাউর রশিদ বাচ্চু, সাবেক সংসদ সদস্য ‌ খন্দকার নাসিরুল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ‌ রফিকুল ইসলাম লিটন,ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোহাম্মদ মিরাজ। ফরিদপুর জেলা যুবদলের ‌ সভাপতি মোঃ রাজিব হোসেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন , জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন প্রমূখ।
সমাবেশে বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। তারা বলেন  আওয়ামী লীগের শাসনামলে বিএনপি চেয়ারপার্সনের দুই ছেলে সহ বিএনপি নেতাকর্মীদের নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। 
বক্তারা বলেন ‌শেখ হাসিনার  বিচার এই  মাটিতেই হতে হবে। 
আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখনো টিকে আছে। 
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডার বাহিনীর এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, প্রশাসনকে তাদের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।  অনতিবিলম্বে আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান । বক্তারা বলেন 
বাংলাদেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। তাই অবিলম্বে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে এবং নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে । জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেয়া যাবে না।
তাই অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ও সময় ঘোষণা করার জন্য ‌‌ অন্তবতী কালীন সরকার নিকট  দাবি জানান। বক্তারা বলেন এভাবে একটা দেশ  চলতে পারেনা ।

বক্তারা বলেন  ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও  ছয় মাস পেরিয়ে যাবার পরও অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে তালবাহানা করছে। এভাবে দেশ চলতে পারে না।
এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ফরিদপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বিএনপি'র সকল নেতাকর্মী ও দলীয় অঙ্গ সংস্থানের সকল সদস্যদের আওয়ামী দোসরদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‌ তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
।সংস্কারের  নামে বছরের পর বছর এভাবে আর হতে দেয়া যাবে না ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে, কোনভাবেই স্থানীয় নির্বাচন দেয়া যাবে না।  জাতীয়তাবাদী দল বিএনপি দুর্নীতিমুক্ত এক রাষ্ট্র গঠন করবে।
উপমহাদেশে জাতীয়তাবাদী দল একটি জনপ্রিয়  দল।  দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে হবে।
‌ এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow