ফরিদপুর জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল দশটায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে জেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ শাহজাহান।
এ সময় যশোর শাখা ডিজিএফআই এর প্রতিনিধি উপ-পরিচালক মোঃ রাজু আহমেদ, ফরিদপুর জেলা এনএসআই এর উপ-পরিচালক মোঃ তৈয়বুল মাওলা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামীম আহমেদ,
জেলা আনসার কমান্ডার নাদিরা ইয়াসমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর পৌরসভার মেয়র অমিতাভ বোস ও সকল উপজেলা নির্বাহী অফিসারগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আইন শৃঙ্খলা বিষয়ক সভার মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে, যা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে সাধারণ মহল মনে করেন।
What's Your Reaction?