ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৭ এপ্রিল) বেলা ১টা ৫০ মিনিটে ইনস্টিটিউটের অডিটোরিয়াম ভবন থেকে শুরু হয়ে মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। কারিগরি ছাত্র আন্দোলনের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মেকানিক্যাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র বুলবুল আহমেদ।
মিছিলে বক্তব্য রাখেন ফরিদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি নাজমুস সাকিব, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম পর্বের ছাত্র মো. সজল, কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের ছাত্র দাউদ শেখ, মেকানিক্যাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোহাম্মদ তরিকুল এবং সিভিল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মো. আশিক ও শফিকুল ইসলাম। এছাড়া মেকানিক্যাল বিভাগের তৃতীয় পর্বের ছাত্র শাকিবসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, "আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনতিবিলম্বে ছয় দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কঠোর কর্মসূচি চালিয়ে যাব। প্রয়োজনে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।"
What's Your Reaction?






