ফরিদপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
ফরিদপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা সোমবার বিকেলে চারটায় ফরিদপুর শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কের আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের আহবায়ক শাহিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক নুরুল আমিন বাপ্পির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র অমিতাভ বোস। পৌর আওয়ামী লীগের সদস্য শামসুল বাড়ি সানু। কোন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু। এ সময় পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ফরিদপুরের সন্তান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝর্না হাসানকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত করায়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। আগামী ৬ মার্চ ঝর্ণা হাসানকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। ঐদিন বিকেল তিনটায় তাকে সম্বর্ধনা দেয়া হবে বলে সভায় জানানো হয়।
এছাড়া ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগ তিনটি ওয়ার্ডের সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয় এরমধ্যে ১৬ মার্চ ২ নং ওয়ার্ড, ২৩ মার্চ ৪ নং ওয়ার্ড এবং ৩০ মার্চ ১৮ নং ওয়ার্ডের সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া ঈদের পর প্রত্যেকটি ওয়ার্ড সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়।
What's Your Reaction?