ফরিদপুর পৌর আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত
ফরিদপুর পৌর আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫ টায় শহরের আলিপুরে অবস্থিত দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শাহিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক পৌর মেয়র অমিতাভ বোস। বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু, ১০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ১১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ঝিল্লুর রহমান প্রামানিক, ১৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সমরেশ সিকদার, পৌর আওয়ামী লীগ নেতা বিকাশ সরকার মিঠু। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক নুরুল আমিন বাপ্পি।
সভায় বক্তারা আগামী ১৭ মে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। খুব শীঘ্রই ফরিদপুর শহরে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এবং সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
What's Your Reaction?