ফরিদপুর পৌরসভা আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বৃহস্পতিবার
ফরিদপুর পৌরসভা আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
শহরের আলিপুর সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার শহরের ঝিলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ভাটি লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে ফাইনালে ওঠে। দিনের দ্বিতীয় সেমিফাইনালে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে আলামিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে ফাইনালে ওঠে।
অন্যদিকে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয় টাই বেকারে ২-০ গোলের ব্যবধানে সাজেদা কবির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে ফাইনালে ওঠে। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র ছিল। দিনের দ্বিতীয় সেমিফাইনালে ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে ফাইনালে ওঠে।
প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে তারা ভাটি লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে ওঠে। প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গলে আলামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনাল ওঠে। অন্যদিকে বঙ্গবন্ধু ফুটবলে গোয়ালচামট সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইবেকারে ২-০ গোলে আলিপুরের সাজেদা কবির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে ফাইনালে ওঠে।
দিনের দ্বিতীয় সেমি ফাইনালে ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে ফাইনালে ওঠে। গত মাসের ৩০ মে থেকে অনুষ্ঠিত নক আউট প্রতিযোগিতার এই টুর্নামেন্টে মোট ২০ টি দল অংশগ্রহণ করে
এতে শহরের ১০ টি মাঠে খেলা গুলো অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ চারটি খেলা পরিচালনা করেন রেফারি মোঃ আল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করবেন ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস।
What's Your Reaction?