ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ড সংগঠিত
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।
জানা গেছে রবিবার আনুমানিক দুপুর পৌনে দুইটার সময় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠ তলার ছাদের পুরাতন ফোমে আগুল লাগে।
পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে, সিগারেটের আগুন থেকে উক্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এতে উল্লেখযোগ্য কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে হাসপাতাল সূত্রে জানা যায়। তবে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের আত্নীয় স্বজনদের মধ্যে কিছুটা আতংক ছড়িয়ে পরে।
What's Your Reaction?