ফরিদপুর বাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত
ফরিদপুর বাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতন আন্দোলনের অন্যতম দিক নির্দেশক ডক্টর পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, মাহমুদুর রহমান, ডঃ কনক সরোয়ার সহ বাংলাদেশের যে সকল সূর্যসন্তান বিগত দিনে স্বৈরাচারী হাসিনার অমানবিক অত্যাচারে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, জাতির এই সূর্য সন্তানদের দেশে ফিরিয়ে আনার দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ রাজামিয়ার সভাপতিত্বে
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ মহসিন, রনি, অর্ক মোঃ রাজা মিয়া প্রমূখ।
সভায় বক্তারা বলেন এসব সূর্য সন্তানেরা তৎকালীন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের কথা তাদের মিডিয়াতে তুলে ধরেছিলেন। এ কারণে তাদের উপর অত্যাচার হয়েছিল এদের মধ্যে অনেকেই দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন ।
বক্তারা অবিলম্বে দেশের এই সমস্ত সূর্যসন্তানদের ফিরিয়ে এনে দেশের কাজে অংশগ্রহণ করার সুযোগ দেবার জন্য
অন্তবর্তী কালিন সরকারের নিকট জোর দাবি জানান।
What's Your Reaction?