ফরিদপুর বিভাগীয় বিএনপির বর্ধিত সভা, সুষ্ঠু নির্বাচনের দাবিতে নেতাদের আহ্বান

ফরিদপুর বিভাগীয় বিএনপির বর্ধিত সভা আজ শনিবার সকাল ১১টায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গিসহ ফরিদপুর বিভাগের বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তারা দাবি করেন, গত ৫ আগস্ট সরকার পতনের মাধ্যমে সেই লক্ষ্য অর্জনের পথ সুগম হয়েছে। এজন্য দলের নেতাকর্মীদের সতর্ক থেকে আগামী নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিতে হবে।
বক্তারা আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে এবং দলকে সংগঠিত করতে হবে। তারা আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন নিশ্চিত করার দাবি জানান।
সভায় নেতৃবৃন্দ উপজেলা পর্যায়ে সভা করার সিদ্ধান্ত নেন এবং দলের নেতাকর্মীদের ধৈর্য ধরে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর আহ্বান জানান।
What's Your Reaction?






