ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম আহবায়ক এবি সিদ্দীকি মিতুলের সভাপতিত্বে
এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির অন্যতম সদস্য কাইয়ুম মিয়া, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম টি আক্তার টুটুল , মহানগর বিএনপি নেতা সাত্তার জোয়ারদার, ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা এনামুল করিম, ১ নং ওয়ার্ড সহ সভাপতি মোহাম্মদ লেলিন।
অনুষ্ঠান পরিচালনা করেন সুলতান মাহমুদ মাসুদ। মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে নেতৃবৃন্দ বলেন- ২৬ মে গঠিত ফরিদপুর মহানগর বিএনপির ১৭ টি ওয়ার্ড কমিটি আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ও দলের প্রয়োজনে নিবেদিত নয় এমন লোকেদের দ্বারা করা হয়েছে। যা সম্পূর্ণ ভাবে দলের গঠনতন্ত্রের পরিপন্থী। তারা এ ব্যাপারে মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব কে দায়ী করেন বক্তারা। অচিরেই এই পকেট কমিটি বিলুপ্ত ঘোষণা করে আন্দোলন সংগ্রামে দলের জন্য নিবেদিত প্রাণ এমন কর্মীদের সমন্বয়ে করার দাবি জানান।
বক্তারা বলেন এই কমিটিতে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তারা বিএনপির চলমান আন্দোলনের সাথে সম্পৃক্ততা নেই। মূলত মনগড়া এবং তাদের কিছু পছন্দের লোক দিয়ে রাতের আঁধারে উক্ত কমিটি গঠন করা হয়েছে যা গঠনতন্ত্র বিরোধী।
বক্তারা অবিলম্বে উক্ত কমিটি বাতিল করে যারা প্রকৃত সংগঠন করে তাদের এবং দলের দুঃসময় পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে কমিটি করার দাবি জানান।
তা না হলে আগামীতে আরো ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে।
What's Your Reaction?