ফরিদপুর শহরের রবিদাস পল্লীতে অগ্নিকাণ্ড
ফরিদপুর শহরে গোয়ালচামটে অবস্থিত রবিদাস পল্লীতে শুক্রবার রাত সাড়ে আটটায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।
আখের ছোবড়া ও খড়ির ভুষি থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ড সংগঠিত বাড়ির মালিকের নাম নাম হরিপদ সাহা। অগ্নিকাণ্ডে তিনটি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।
এর আগেও ওই স্থানে অগ্নিকাণ্ড হয়েছিল বলে এলাকাবাসী জানান।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল প্রায় ঘন্টা খানিক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকাণ্ড তিনটি ঘর সহ তিনটি ছাগল পুরে মারা গেছে এবং একটি ছাগল আংশিক পুড়ে গেছে বলে জানা গেছে।
এ ঘটনায় বাড়ির ভাড়াটিয়া রেবা আহত হয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
What's Your Reaction?