ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি
Jan 26, 2025 - 12:54
 0  3
ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ের নিজস্ব চত্বরে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ সোহরাব হোসেন। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অতিথিবৃন্দ এবং ছাত্রীরা ‌ও তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন 
শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশ নিয়ে বেড়ে উঠতে হবে এজন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আমাদের তথ্যপ্রযুক্তি ‌‌ মূল্যবোধ খেলাধুলা নিয়ে  বেড়ে উঠতে হবে। 
জীবনের মূল্যবোধ না থাকলে সে শিক্ষার কোন কাজ আসবে না।
আগামী পথচলা আরো সুন্দর হবে।
আমরা এমন একটা শিক্ষা নিয়ে কাজ করব যে শিক্ষা দেশের  কাজে লাগবে। সমাজের কাজে লাগবে জাতির কাজে আসবে। 
এর পর  বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের পরবর্তী পর্বে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপর ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৮ ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রাক্তন ছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের জন্য একটি করে খেলা অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow