ফরিদপুর সিভিল সার্জনের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
May 25, 2024 - 14:10
 0  6
ফরিদপুর সিভিল সার্জনের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে সভা অনুষ্ঠিত

ফরিদপুর সিভিল সার্জনের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ‌ ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল সাড়ে এগারোটায় ফরিদপুর সদর হাসপাতালের তৃতীয় তলায় উক্ত ওরিয়েন্টেশন সভার ‌ আয়োজন করা হয়। 
ফরিদপুরের সিভিল সার্জন ‌ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ‌এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ‌এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ‌‌সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয় ‌আগামী ১ জুন জাতীয় ভিটামিন "এ" গ্লাস ক্যাম্পেইন দেশ ব্যাপি পালিত হবে। 
এ দিন ফরিদপুর জেলায় মোট ১৮৮৭ টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রং এর ভিটামিন "এ" খাওয়ানো হবে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রং এর ভিটামিন "এ" 
খাওয়ানো হবে।

 জাতীয় ভিটামিন "এ" গ্লাস ক্যাম্পেইন সফল বাস্তবায়নের জন্য ফরিদপুর জেলার স্বাস্থ্য বিভাগের ব্যাপক প্রচারনার মাধ্যমে অভিভাবকদেরকে সচেতন করা হয়েছে। সমাজের গন্যমাণ্য ব্যক্তিবর্গ কে সচেতনতার লক্ষ্যে অবহিতকরণ সভা করা হয়েছে। মসজিদে মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে প্রচারের জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইমাম সাহেবদেরকেও অবহিত করা হয়েছে। এ কাজে সক্রিয় ভাবে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকল সরকারি
ও বেসরকারি প্রতিষ্ঠানে পত্র প্রেরন করা হয়েছে।
জেলার মোট জন সংখ্যা ২৩,৭১,৫০০ জন।
 উদ্দিষ্ট শিশুর সংখ্যাঃ
ক) ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু-৪৪,৬৮৫ জন।
খ) ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু-২,৪১,৬৮৫ জান।
গ) মোট শিশু (ক+খ)= ২,৮৬,৩৭০ জন।
৩। ক) মোট উপজেলা ৯ টি
খ) পৌরসভা ১ টি (১+৫=৬ টি)
৪। মোট ইউনিয়ন সংখ্যা ৮১ টি
৫। মোট ওয়ার্ডের সংখ্যা ২৪৩টি
৬। জেলার টিকাদান কেন্দ্রের সংখ্যা:-স্থায়ী কেন্দ্র১০,
অতিরিক্ত কেন্দ্র১৫,আউটরিচ কেন্দ্র ১৮৭৭টি,
সর্বমোট টিকা দান কেন্দ্রের সংখ্যা ১৯০১ টি
৭। প্রয়োজনীয় কর্মীর সংখ্যা-৩৮৩৮ জন।
৮। স্বাস্থ্য বিভাগীয় মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মী:-
স্বাস্থ্য সহকারী১৭০,সিএইচসিপি ৯৯পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠ পর্যায়ের কর্মী:-এফ ডব্লিউএ ৩১৮,
স্বাস্থ্য পরিদর্শক ৩, সহঃ স্বাস্থ্য পরিদর্শক ৩৩, স্যাকমো৫১, মোট ৮৫৮, এফপিআই ৬৮ এফ ডব্লিউ ভি। 
১০। সর্বমোট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠ পর্যায়ের কর্মীর সংখ্যা ৯১৪ জন।
১১। প্রয়োজনীয় স্বেচ্ছা সেবীর সংখ্যা ২৮৬৩ জন।
১২। জেলা পর্যায়ের তদারকি টিমের সংখ্যা ১০ টি
১৩। জেলার মোট প্রথম সারির সুপার ভাইজারের সংখ্যা--- ৩০৬ জন।
১৪। জেলার মোট ২য় সারির সুপারভাইজারের সংখ্যা ৬৪ জন।
‌ উক্ত কর্মকান্ড কে ‌ সফল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার আল আমিন সরোয়ার এন ও সি এস সিভিল সার্জন অফিস ফরিদপুর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow