ফরিদপুর-০২ আসনের এমপি মহোদয় শাহদাব আকবর লাবু চৌধুরীকে গণসংবর্ধনা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Feb 2, 2024 - 16:12
 0  10
ফরিদপুর-০২ আসনের এমপি মহোদয় শাহদাব আকবর লাবু চৌধুরীকে গণসংবর্ধনা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফরিদপুর-০২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 নগরকান্দা উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ হতে শুক্রবার সকাল সাড়ে দশটায়
সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে সর্বসাধারণের পক্ষ হতে এ গণসংবর্ধনা দেওয়া উপলক্ষে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
  এ সময় অনুষ্ঠানের ‌ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‌ নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সোবহান মিয়া, কাজী আবুল কালাম, উপ-দপ্তর সম্পাদক আরিফুর রহমান পথিক তালুকদার, পৌর যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আজাদ মাতুব্বর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান এলাহী, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি চয়ন কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারহানসহ নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
  প্রস্তুতি সভায় বক্তারা বলেন ফরিদপুর-০২ আসনে অপশক্তির বিরুদ্ধে লড়াই করে নৌকার বিজয় হয়েছে। তাই নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম আরো গতিশীল এবং নেতাকর্মীদের মধ্যে সুসম্পর্ক ও আন্তরিকতা বাড়ানোর লক্ষে ফরিদপুর-০২ আসনের সংসদ সদস্যকে সর্ব সাধারণের পক্ষ থেকে গনসংবর্ধনা দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow