ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদের পক্ষ হতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফরিদপুর শহরের ঝিলটুলিতে বৃহস্পতিবার বিকেল পাঁচটায়
অসহায় মানুষের মধ্যে ২০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, মনিরুল হাসান মিঠু কোতোয়ালি থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সোহান, কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন দলীয়ভাবে ইফতারে যাতে বড় রকমের কোন আয়োজন না করে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়ার জন্য এবং তাদের পাশে থেকে কাজ করার জন্য।
এরই লক্ষ্যে ফরিদপুর ০৩ নং আসনের সংসদ সদস্য এ কে আজাদ এর পক্ষ হতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
What's Your Reaction?