ফরিদপুরে অপহরণকৃত বালক উদ্ধার

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jan 28, 2024 - 15:09
 0  20
ফরিদপুরে অপহরণকৃত বালক উদ্ধার

ফরিদপুর আলিমুজ্জামান ‌ব্রিজের উপর হতে অপহরণকৃত ‌ বালককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ‌ অপহরণের সাথে জড়িত ‌ পাপ্পু ও নিপা নামে দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
এ ব্যাপারে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন আলিপুরের আলীমুজ্জামান ব্রীজের উপর হইতে শনিবার(২৭ জানুয়ারী) সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টার দিকে  ভিকটিকম মোঃ কাউসার শেখ (২৬), পিতা- মোঃ ছত্তার শেখ, সাং- পূর্ব ভাষানচর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুরকে অপহরণ করে ফরিদপুর শহরের একটি অজ্ঞাতনামা দোতলা বাড়ীতে আটক রেখে মারধর করে। পরবর্তীতে অজ্ঞাতনামা অপহরণকারীরা বাদীর ছেলের নিকট হতে মোবাইল ফোন নিয়ে বাদীর পরিবারের নিকট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মুক্তিপণ দাবী করে। বাদীর দেবর বাদীকে মোবাইল ফোন করে ঘটনার বিষয় জানায়। পরবর্তীতে বাদীর ছেলের অপহরণকারী
দের মধ্যে একজন বাদীর ছেলের মোবাইল নম্বর দিয়ে বাদীকে ফোন দেয়। বাদীর ছেলে কোথায় আছে? তাকে ছেড়ে দিতে বললে বিবাদীরা বাদীকে বলে যে, ৫০,০০০/- টাকা বিকাশ করে দিলে বাদীর ছেলেকে ছেড়ে দিবে। টাকা না দিলে বাদীর ছেলেকে খুন করে ফেলবে মর্মে হুমকি দেয়।।
এই ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানা একটি নিয়মিত মামলা রুজু হলে কোতয়ালী থানার পুলিশের একটি চৌকস টিম তদন্ত কার্যক্রম শুরু করে। গুপ্তচর নিয়োগ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করিয়া ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত দুইজন আসামী সনাক্ত করে তাদের ভাড়া বাসা গোলাচামট হতে রবিবার  রাত সাড়ে বারোটার দিকে গ্রেফতার করেন। আসামীদের হেফাজত হতে মামলার অপহরণকৃত ভিকটিম মোঃ কাউসার শেখকে এবং বাদীর নিকট হতে বিকাশে নেওয়া ১৫,০০০/- টাকা উদ্ধার করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow