ফরিদপুরে অষ্ট শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

১৯৭১ সালের ২১ এপ্রিল পাকিস্তানি বাহিনীর হাতে নিহত শ্রীধাম শ্রী অঙ্গনের আট সাধুর স্মরণে ফরিদপুরে আয়োজিত হলো শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। আজ সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টায় শ্রীধাম শ্রী অঙ্গনে ‘১৯৭১ আমরা শহীদ পরিবার ও শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি’র উদ্যোগে এই শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাজ্জাদুল হক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পি. কে. সরকার, জেলা কমিটির সাধারণ সম্পাদক অমর সাহা তপু, কেন্দ্রীয় প্রচার সম্পাদক গজেন্দ্রনাথ সাহা, জেলা সদস্য পূর্ণচন্দ্র বিশ্বাস, আরিফ শেখ, সেলিম মির, সাব্বির আহমেদ চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা মো. জৈনুদ্দিন শিকদার।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুরুতে অষ্ট শহীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সালাম ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী এবং স্থানীয় কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী শ্রীধাম শ্রী অঙ্গনে কীর্তনরত আটজন সাধুকে বিনা বিচারে গুলি করে হত্যা করে। ধর্মীয় উপাসনাস্থলে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডটি ফরিদপুরের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে।
What's Your Reaction?






