ফরিদপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে নায়াব ইউসুফের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর কন্যা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
বৃহস্পতিবার রাতে ফরিদপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড মহানগর বিএনপির আয়োজনে অম্বিকাপুর বাজারে ৫ শতাধিক শীতার্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন চৌধুরী নায়াব ইউসুফ।
এসময় মহানগর বিএনপির আহবায়ক এ. এফ. এম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপি নেতা তানভীর চৌধুরী, মিজানুর রহমান মিনাল, মোঃ শামসুর রহমান কুটু, নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, শহর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ওসমান রাজা, যুবদল নেতা আব্দুল্লাহ আল ফারুক রুবেল, ছাত্রদলের সহ সভাপতি আব্দুলাহ আল মামুন রতন, রফিকুল ইসলাম লিংকন, পারভেজ, বায়োজিদ সহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে নায়াব ইউসুফ বলেন, জননেতা তারেক রহমানের নির্দেশে অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়াতেই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছর অসহায়, গরীব মানুষদের হক মেরে খেয়েছে। তাদের আর এ দেশের মাটিতে স্থান দেওয়া হবে না। বিএনপি অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।
What's Your Reaction?