ফরিদপুরে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সমর্থনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সমর্থনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাভলু সড়ক হতে একটা র্যালি শহর প্রদক্ষিণ করে। এটি জনতা ব্যাংকের মোড়ে গিয়ে পৌঁছলে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিতে এবং প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি সাবেক আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ গাঙ্গুলী। সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও যুব মহিলা লীগের আহ্বায়ক রুকসানা আহমেদ মেহেবী।
সভায় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদে শামসুল আলম চৌধুরী কে আনারস মার্কায়,ভাইস চেয়ারম্যান পদে ইমান আলী মোল্লাকে চশমা মার্কায় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুকসানা আহমেদ মেহেবী কে কলস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। একই সাথে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
এর আগে তাদের সমর্থনে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল শহর প্রদক্ষিণ করে।
What's Your Reaction?