ফরিদপুরে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jul 17, 2024 - 15:10
 0  8
ফরিদপুরে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী নৈরাজ্য, তান্ডব সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
 ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খান মোঃ রাহাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম তানভীর, সাংগঠনিক সম্পাদক আফিফ বিন ইসলাম অর্ক, শাহিন আহমেদ সোহান, মিজানুর রহমান মিজান, মীর মোহাম্মদ শান্ত, অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ।
 বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,কোটা বিরোধী আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ‌ভুল ভাবে পরিচালনা করছেন এবং এ ঘটনায় ছাত্রদল ও শিবিরকে দায়ী করেন। কোটা আন্দোলনের নামে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে ফরিদপুরের যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ হতে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। সারাদেশব্যাপী চলমান কোটা বিরোধী আন্দোলনকারীদের ফরিদপুরে কোন ‌বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেবো না। এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক বিক্ষোভ মিছিল ‌শহর প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ‌

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow