ফরিদপুরে আওয়ামী লীগের ব্যানারে মিছিলের চেষ্টায় বিএনপি নেতার ছেলেসহ আটক ৮

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Apr 21, 2025 - 23:36
 0  5
ফরিদপুরে আওয়ামী লীগের ব্যানারে মিছিলের চেষ্টায় বিএনপি নেতার ছেলেসহ আটক ৮

ফরিদপুরে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বিএনপি নেতার ছেলেসহ আটজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় কোতোয়ালী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রোববার দিবাগত রাত দেড়টার দিকে জেলা সদরের মাচ্চর ইউনিয়নের চন্ডীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সালথা উপজেলার খলিশাডুবি গ্রামের ফাহিম মাতুব্বর (১৯), হাসিবুল মাতুব্বর (১৯), আকাশ (১৯), বিল্লাল হোসেন (১৯), গুড়দিয়া গ্রামের রবিউল ইসলাম (২০), কোতোয়ালী থানার চন্ডীপুর গ্রামের বিমল কুমার সরকার (৪৬), মধুখালী উপজেলার দয়ারামপুর গ্রামের বাবু মোল্যা (১৯) এবং গন্দাখালী গ্রামের সোয়াদ হোসেন (১৯)।

পুলিশ জানায়, ফাহিম মাতব্বরের বাবা সালথা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি এবং রামকান্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। তার চাচা লাবলু মাতব্বর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। রবিউল ইসলামের বাবাও বিএনপির সমর্থক বলে দাবি পুলিশের। অন্যদিকে আটককৃত বিমল কুমার সরকার স্থানীয় মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ওসি আসাদউজ্জামান বলেন, “সরকারবিরোধী বক্তব্য ও পরিস্থিতি উত্তপ্ত করার উদ্দেশ্যে তারা ‘আওয়ামী লীগ’ লেখা ব্যানার ব্যবহার করে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর আশঙ্কা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়।”

সোমবার সন্ধ্যায় আটককৃতদের কোতোয়ালী থানায় সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় ‘ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ’ লেখা একটি ব্যানার প্রদর্শন করা হয়, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। ব্যানারে আরও লেখা ছিল—“অবৈধ দখলদারি স্বৈরাচার ইউনুস সরকারের আইসিটি আদালতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও অন্যান্যদের চার্জশিট প্রদান কার্যক্রম প্রত্যাখ্যান করা হলো।”

ওসি আরও জানান, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে এবং তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow