ফরিদপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 1, 2024 - 12:06
 0  3
ফরিদপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত 

ফরিদপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নার্সেস কর্মকর্তাবৃন্দ ফরিদপুর অঞ্চলের উদ্যোগে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্বাবধায়ক হোসনেয়ারা বেগমের সভাপতিত্বে শুক্রবার বিকেল সাড়ে চারটায় ‌শহরের কবি জসিমউদদীন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য একে আজাদ,
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ছিদ্দিকুর রহমান,
 ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ দিলরুবা জেবা, পরিচালক ডাঃ হুমায়ুন কবীর,সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা  ভাইস চেয়ারম্যান মাসুদা বেগম প্রমূখ।
এ সময় অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
 আলোচনা সভায় বক্তারা বলেন যে, নার্স দিবস সমগ্র বিশ্বে প্ৰতিবছর ১২ মে পালন করা হয়।
 ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মাৰ্গদৰ্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন - নার্সিং একটি পেশা নয় সেবা। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্ৰতি শ্ৰদ্ধা জানাবার সাথে বিশ্বের ধাত্রীদের রোগীদের প্ৰতি দেওয়া স্বাস্থ্যসেবার জন্য কৃতজ্ঞতা প্ৰকাশ করা হয়। বক্তারা নার্সদের সমস্যা সমাধানে সংসদ সদস্য একে আজাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow