ফরিদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পূর্ব খাবাসপুর বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন
ফরিদপুরের হিতৈষি স্কুলের মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব খাবাসপুর বয়েজ ক্লাব ।
প্রতিযোগিতায় রানারআপ হয়েছে ২ নং গোপালপুর একাদশ।
শুক্রবার রাতে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। পূর্ব খাবাসপুর স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে মোট ১৬ টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, মুক্তিযোদ্ধা দল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদ পারভেজ, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলা, জেলা বিএনপির সদস্য এডভোকেট জসিম উদ্দিন মৃধা, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক এসএম ওবায়দুল কাদের, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব, জাসাস ফরিদপুরের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন। এ সময় স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত খেলা গুলি উপভোগ করেন।
What's Your Reaction?