ফরিদপুরে ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৫৩ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুরে ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৫৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের কমলাপুর ময়েজ মঞ্জিলে মোহন মিয়া।স্মৃতি সংসদের উদ্যোগ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহন মিয়া স্মৃতি সংসদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর এবিএম সাত্তার, এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর ফরিদপুর জেলা শাখা সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম , সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আজম খান , যুগ্ন আহবায় আতাউর রশিদ বাচ্চু , মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, নগরকান্দা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, বিএনপি নেতা এম এ লতিফ আশুতোষ টিকাদার। প্রমুখ।
সভায় বক্তারা মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তারা বলেন ফরিদপুরে শিক্ষা বিস্তারে তার অবদান ছিল অবিস্মরণীয় ।
মোহন মিয়া কিং মেকার ছিলেন।
তিনি একজন উচ্চ শিক্ষিত রাজনীতিবিদ ছিলেন। আর তাই সমাজের সকল সম্প্রদায়ের মানুষ তাকে ভালোবাসতো । শ্রদ্ধা করতো। তিনি ছিলেন আলোকবর্তিতা। বক্তারা মোহন মিয়া জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ময়েজ মঞ্জিল জামে মসজিদের পেশ ইমাম কবির হোসেন।
এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
What's Your Reaction?