ফরিদপুরে ‌ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ‌র‍্যাব-১০

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 1, 2024 - 16:24
Jun 1, 2024 - 16:25
 0  12
ফরিদপুরে ‌ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ‌র‍্যাব-১০
ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা হতে ৯৩২০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। একই সাথে ‌মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস  আটক করেছে তারা।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়-
গত ৩১ মে  রাত ১২.০৫  মিনিটে  র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী সদর থানাধীন কাফুরা মুন্সিবাজার এলাকাশ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২৭ লাখ ৯৬ হাজার টাকা মূল্যমানের ৯৩২০ (নয় হাজার তিনশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম 
১। মোঃ আলামিন প্রামানিক (৩০) পিতা- মোঃ বাবর আলী প্রামানিক ২। মোঃ কোরবান আলী(৩৭), পিতা-মোঃ আক্তার আলী ৩। মোঃ সোহাগ শেখ (২৮) পিতা- মোঃ আক্তার আলী, বিনোদপুর কলেজ পাড়া, থানা-রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাস ও নগদ ২৫,৫০০ (পঁচিশ হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের কোতয়ালী সহ আশপাশের বিভিন্ন থানা এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow