ফরিদপুরে ইসলামিক ফাউণ্ডেশনের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফরিদপুরে ইসলামিক ফাউণ্ডেশনের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে সংস্থার উপ পরিচালক মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে রবিবার সকাল সাড়ে নয়টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থ মডেল মসজিদ অডিটোরিয়ামে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন, ইসলামিক ফাউণ্ডেশন ফরিদপুরের ফিল্ড অফিসার মোঃ রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে এদেশে ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ইসলামের শিক্ষা ও সৌন্দর্যকে ধারণ করতে পারলে সমাজের সব রকমের অস্থিরতা দূর হবে, শান্তিময় সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ইসলামিক ফাউন্ডেশনকে আরো গতিশীল করেছে। দেশের জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মসজিদ স্থাপন করা হয়েছে। কওমী মাদ্রাসাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে।
What's Your Reaction?






