ফরিদপুরে ঈদুল ফিতরের বৃহত্তম জামাত আটরশি ও চন্দ্রপাড়া দরবারে

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া ও আটরশি পাক দরবার শরিফে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ বা ১লা এপ্রিল বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া ও আটরশি পাক দরবার শরিফে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ও বৃহত্তম জামাতে সারাদেশ থেকে আগত কয়েক লাখ মুরিদ ও ভক্ত জাকেরানের সমাবেশ ঘটবে।
চন্দ্রপাড়া পাক দরবার শরিফে ঈদের দিন সকাল ৮টায় ও আটরশি দরবার শরিফে সকাল ১০ টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে। মুরিদ ও ভক্ত জাকেরানরা পবিত্র ঈদুল ফিতরের জামাতে শরিক হওয়ার পাশাপাশি পবিত্র ফাতেহা পাঠ, দোয়া দুরুদ, মাজার জিয়ারতসহ হাজার হাজার ভক্তের মিলনমেলার মাধ্যমে দিনটি অতিবাহিত করবেন।
পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা ঈদে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে নিজ নিজ দরবারের মুরিদ ও ভক্ত জাকেরানের স্বপ্রণোদিত উপস্থিতির কথা বিবেচনা করে ঈদের জামাতের সকল প্রস্তুতি দরবার কর্তৃপক্ষে ইতোমধ্যে গ্রহন করা হয়েছে বলে জানানো হয়।
চন্দ্রপাড়া পাক দরবার শরিফে মুখপাত্র মোঃ মাহাবুব হোসেন ও আটরশি দরবার শরিফের মুখপাত্র মোঃ আকতার হোসেন কাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
What's Your Reaction?






