ফরিদপুরে উদীচি শিল্প গোষ্ঠীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুরে উদীচি শিল্প গোষ্ঠীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল দশটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো কন্ঠ ধরো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই স্লোগানের মধ্য দিয়ে উক্ত কর্মসূচি পালন করা হয়।
উদীচীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মোতালেব এর সভাপতিত্বে এবং শাহাদাত শাওনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শ্যামল দাস, হোসনেয়ারা খানম, এমদাদ মিয়া, অধ্যাপিকা শিপ্রা রায়, আবু সুফিয়ান চৌধুরী কুশল, আনোয়ারা বেগম, আজাদ আবুল কালাম, শাহ জাহাঙ্গীর লুৎফুন্নাহার লতা।
সভায় বক্তারা বলেন, এ দেশের জাতীয় সংগীত নিয়ে কোন রকম অপপ্রচার সহ্য করা হবে না। আর তাই সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান করা হয়।
এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
What's Your Reaction?