ফরিদপুরে কাঙ্খিত দাম পাচ্ছেনা কামারেরা
পবিত্র ঈদুল আযহার বাকি আর মাত্র একদিন। ঈদুল আযহা কে কেন্দ্র করে এবং পশু কুরবানী দেবার উদ্দেশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের লোহার তৈরি অস্ত্রপাতি। এর মধ্যে রয়েছে চাপাতি, ছুরি, বটি , বড় চাপাতি ফোলাই ছুরি ,কুড়াল কাঁচি বটি ইত্যাদি। তবে অন্যান্য বারের থেকে এবার বেচাকেনা কম বলে জানিয়েছেন বাদল কর্মকার নামে এক ব্যক্তি। তার দোকান শহরের আলিপুর গোরস্থানের ব্রিজের ঢালে সামনে। তিনি দীর্ঘদিন যাবত কামারের কাজ করে আসছেন।
শনিবার বিকেলে এক প্রতিক্রিয়ায় তিনি জানান গত কয়েক বছর থেকে এবারের ব্যবসা মন্দা। বলা চলে অর্ধেক। অথচ আমাদের ব্যবসা অন্যান্যবার চাঙ্গা থাকলেও এবছর এমন কেন হচ্ছে তা বুঝতে পারছি না।
হয়তো মানুষের হাতে পয়সা নেই কিংবা অর্থনৈতিক সমস্যা হতে পারে। এখন প্রতিদিন গড়ে কমপক্ষে সাত আটটা অস্ত্রপাতি বিক্রি করতে পারছি। এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। বর্তমানে কর্মচারীর বেতন দিয়ে, নিজের বেতন নিয়ে বাঁচা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
তার দোকানে যেসব লৌহজাত সামগ্রী বিক্রি হচ্ছে তার মধ্যে ছুরি ২০০ টাকা, চাপাতি ১০৫০, ছোট চাপাটি ৬০০, লম্বা চাপাটি ১২০০, কুড়াল ১২০০,টাকা ও ছোট চাকু ১০০ টাকা।
What's Your Reaction?